প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে হিরোইনসহ একজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন কোকাদাইর গ্রামস্থ একতা যুব উন্নয়ন সংঘ ক্লাব ঘরের সামনে কাচা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে ।
এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
আটককৃত আসামী নাগরপুর উপজেলার কোকারাইদ গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৮)।
আসামী গোলাম কিবরিয়া জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার নাগরপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান বলেন ,আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে ।