প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামালায় ৩ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও টাঙ্গাইল পৌরসভার বেপারী পাড়া এলাকার আরমান হোসেন(২০) এবং মাহমুদুল হাসান আদর্শ কলেজের শিক্ষার্থী ও বেড়াডোমা এলাকার তিজাউর রহমান(১৮) ও সিয়াম খান(১৮)। আহত শিক্ষার্থীরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় আন্দোলনকারী।
পহেলা সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল পৌর শহরের সিডিসি ক্লাবের পাশের খালপাড় গলিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় শিকার হোন বলে জানান আহত শিক্ষার্থী আরমান হোসেন। একই দিনে বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বন্যার্তদের জন্য ত্রান সংগ্রহের সময় কয়েকজন বকাটে ত্রানের অর্থ ছিনিয়ে নিয়ে চায়,এসময় বাধা দিলে বকাটেরা তিজাউর রহমান ও সিয়াম খানের উপর হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক যখম করে বলে জানান তিজাউর রহমান ও সিয়াম খান। পরে আশেপাশের লোকজন আহতদের চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তারই ধারাবাহিকতায় সোমবার ( ২ সেপ্টেম্বর) শিহ্মার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিহ্মোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে