সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা মিছিল

  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪৩ বার দেখা হয়েছে।

আসাদুজ্জামান সোয়েব : “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক, শোষন-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোল, সন্ত্রাস-জঙ্গীবাদ-দূনীতি প্রতিরোধ ও সর্বস্তরের জবাব দিহীতা নিশ্চিত কর” এই শ্লোগনে সারা দেশের সঙ্গে এক যোগে টাঙ্গাইল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন রোববার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করেন।

মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাজ্জাদ খোশনবীশ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি আব্দুর রৌফ রিপন, জেলা নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার,

বিশিষ্ট ক্রিড়া সংগঠক নারী নেত্রী কামরুন্নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, ছাত্রনেতা হাফিজ হাসনাত আপেল, খন্দকার সিফাত, রুহুল আমিন, শিকর এর প্রধান উপদেষ্টা আহমেদ শুভ, ঐশী অরিন নীলা, আরিফুর রহমান, ইমরান হোসেন উৎস, শেখ বসির আহমেদ ও হামিম সিদ্দিকী পৃথিবী।

মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme