প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির সহায়তায় ১০ হাজার মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা এসব বিতরণ করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ইসতিয়াক আহমেদ রাজিব বলেন, সারাবিশ্বে যে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে তা থেকে বাংলাদেশ কে প্রতিরোধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের নেতাকর্মীদের দূরস্থ ও অসহায় মানুষের পাশে থাকার নির্দেশনার পেক্ষিতে আমাদের নয়নের মণি, তৃণমূল আওয়ামীলীগ এর প্রাণ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ভাইয়ের নির্দেশনা আমরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে প্রায় দশ হাজার মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে ।
এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।