প্রতিদিন প্রতিবেদক: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টাঙ্গাইল সিটি ব্যাংকের অর্থায়নে ও জেলা পুলিশের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টাঙ্গাইলে জেলা পুলিশের সহায়তায় তৃতীয় লিঙ্গ (হিজড়া), বেধে পল্লীসহ ১ হাজার ৮ শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।টাঙ্গাইল জেলায় সিটি ব্যাংকের অর্থায়নে ৬০০০ হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী দেয়া হচ্ছে। প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ কেজি ডাল ও ১ কেজি লবণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার কাজী রোমান আল রাজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ডিবি দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত, টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।