সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
টাঙ্গাইলে স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী পালন

টাঙ্গাইলে স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী পালন

প্রতিদিন প্রতিবেদক : মহান স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেন, শাজাহান সিরাজ-৩রা মার্চ পরস্পর পরস্পরের প্রতি সমন্বয়ক। শাজাহান সিরাজ না হলেও ৩রা মার্চ হয় নাই, ৩রা মার্চ না হলেও শাজাহান সিরাজ হয় নাই।

তিনি আরো বলেন, আপনারা শাহাজান সিরাজকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। আপনারা স্বাধূনতাকে ভালোবাসেন। তা না হলে আপনারা স্বাধীনতার ইশ্তেহার পাঠক শাজাহান সিরাজের আত্মজীবনী আলোচনা সভায় অংশগ্রহন করতেন না।

আজ বুধবার দুপুরে স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সভায় শাজাহান সিরাজ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া সিরাজের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস খ্যাত চার খলিফার একজন নূর-ই-আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মুশতাক, একুশে পদক প্রাপ্ত কবি ও সাবেক ছাত্রনেতা আল-মুজাহিদী।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বেগম রাবেয়া সিরাজ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা এবং বি.এল.এফ. এর চার নেতার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক মো: তারিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840