মো.সোহেল রানা: টাঙ্গাইল জেলায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বরেণ্য অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামছুন নাহার চাপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চীফ ও কালিহাতির সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম সালমান শামস জিৎ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল বিএমএ’র সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, স্বাচিপের সাধারন সম্পাদক ডা. শফিকুর রহমান খান লিটন, টাঙ্গাইল ১২টি উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টাঙ্গাইল ১২টি উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা জেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।