প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে নিহত ১ আহত ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, করটিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুদিরামপুর বাইপাস এলাকায় পৌছালে সিএনজিটি মহাসড়ক পাড় হওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২০২০) নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভান ও সিএনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ সময় অটোরিক্সার নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে।