প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের র্যাব সদস্যরা এক গ্রাম হেরোইন সহ মোঃ মজিবর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সে মির্জাপুর উপজেলার গোড়াই রাকিরটেকি গ্রামের মৃত আতোয়ার-এর ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার গোড়াই রাকিরটেকি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় তারা।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মির্জাপুরউপজেলার গোড়াই রাকিরটেকি গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এ সময় এক গ্রাম হেরোইন সহ মোঃ মজিবর কে গ্রেফতার করেন। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে উপজেলার আশপাশ এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী হেরোইন এবং ইয়াবা বিক্রয় ও যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। মাদক সহ সকল অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।