প্রতিদিন প্রতিবেদকঃ ভোক্তা অধিকার সংরক্ষন আইন এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ জামান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ জামান বলেন, টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামক ফাস্টফুড এ অস্বাস্থ্যকর পরিবেশ, নিন্মামান খাবার পরিবেশনসহ বিভিন্ন কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭/১৯ ধারায় ২০হাজার টাকা মোট ১লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারদন্ড দেওয়া হয়েছে।
অপরদিকে ছেফাত হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জেলা সেনেটারী অফিসার মো: আমান উল্লাহ তালুকদারসহ অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।