প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আসা নতুন ধরনের মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ)।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেসবিফিং থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন হলিদ্রাচালা এলাকার একটি খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল উত্তরা (বানিয়াপাড়া) এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো: আরিফুজ্জামান (৩৫) ও গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার মো: বিলাল হোসেনের ছেলে মো: কামরুজ্জামান শান্ত (২৪)। এসময় তাদের কাছে থাকা ৫০ গ্রাম আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
পরে মির্জাপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।