সংবাদ শিরোনাম:
আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত টাঙ্গাইলের কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ

টাঙ্গাইলে ৩৫০জন যুবকে প্রশিক্ষণ দিবে যুবদের জন্য ফাউন্ডেশন

  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালা। সকালে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন। কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী এবং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। উদ্বোধনী দিনে দাইন্যা ইউনিয়নের ৩০জন যুব কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘বেকারমুক্ত গ্রাম গড়তেই এই কর্মশালার আয়োজন। যুবরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরিতে যুবদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।’

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন,‘এ কর্মশালার মাধ্যমে বেকার যুবরা অনেক বিষয়ে জানবে এবং পরবর্তীতে তারা স্বাবলম্বী হতে পারবে। প্রয়োজনে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হবে।’ দাইন্যা ইউনিয়ন থেকে কর্মশালার শুরু করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, ‘স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় টাঙ্গাইল সদরের ১২টি ইউনিয়নে ৩৫০জন যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করছে যুবদের জন্য ফাউন্ডেশন। তিন দিনব্যাপী কর্মশালায় ফ্রিল্যান্সিং, স্বল্প পুজিতে ব্যবসার পরিকল্পনা ও বাস্তবায়ন, গ্রাম উন্নয়নে যুবদের ভ’মিকা ও রূপকল্প ২০৪১ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। আজ দাইন্যা ইউনিয়ন থেকে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার যাত্রা শুরু হল।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুবদের জন্য ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা আবইয়াজ সাইফ, রঙিন মাছের খামারের উদ্যোক্তা সামিউল ইসলাম, পোল্ট্রি খামার উদ্যোক্তা সাইফ খান, সৌখিন পাখি উদ্যোক্তা সামিউজ্জামান সামি প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme