প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদ নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাগী এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদ হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৭৩০ পিস ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ সিরাজগঞ্জ জেলার পঞ্চসোনা গ্রামের মো: বছির মোল্লার ছেলে। জাহিদ দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। সে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে। আসামীর বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।