প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর শহরে লকডাউন না মেনে ব্যবসা-প্রতিষ্ঠান পরিচালনাসহ মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ জনকে আটশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যেট মোসা: মারিয়াম খাতুন।
তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন না মেনে শহরে অবাধে চলাফেরা, মাস্ক না পড়াসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ এবং ২৬৯ ধারায় তাদের অর্থদন্ড দেওয়া হয়। সচেতনতায় আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।