প্রতিদিন প্রতিবেদক: “তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ, রক্ত দানে নাহি ভয় রক্ত দানে জীবন জয়’’ এ স্লোগানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এবং আশেকপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদানে উৎসাহিকরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.কামরুজ্জামান খান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক বিপ্লব দত্ত পল্টন ও সোবহান মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীরুল ইসলাম খান রুবেল।
এছাড়াও অনুষ্ঠান বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সোনিয়া হামজা ও সোহেল তালুকদার।
এসময় নাসরিন আজাদ, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি শিপলু সিকদার, সিনিয়র সহ-সভাপতি জেরিন আক্তার, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, যুগ্ম সম্পাদক রাকিব হাসান,
সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ও আশেকপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলামসহ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।