প্রতিদিন প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল ১২টি উপজেলায় ১হাজার ৬টি ভোট কেন্দ্রে ১২ হাজার ৭২জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এছাড়াও রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.জিয়াউল হাসান পিএএম জানান, জেলার ১২টি উপজেলায় ১হাজার ৬টি ভোট কেন্দ্রে আইনশৃংঙ্খলা রক্ষায় ১২হাজার ৭২জন আনসার সশস্ত্র দায়িত্ব পালন করছেন।
এদের মধ্যে ৬হাজার ৩৬জন পুরুষ ও ৪ হাজার ৬ জন মহিলা আনসার রয়েছে।
এর মধ্যে পিসি ১হাজার ৬জন ও এপিসি ১হাজার ৬০জন।
সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নূরুজ্জামান জানান, নির্বাচন উপলক্ষে আনসারদের ব্রিফিং দেয়া হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ১’শ ২৭টি ভোট কেন্দ্রে ১৫’শ ২৪জন আনসার দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে পুরুষ ৭’শ ৬২জন, মহিলা ৫’শ ৮জন। পিসি ১২৭জন ও এপিসি ১২৭জন সশস্ত্র থাকবেন।