প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সরকারী শিশু সদন (এতিমখানা) বিদ্যালয়ের সকল শিশুদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে ইফতারে মিলিত হন জেলা প্রশাসক মো, শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।
জেলা প্রশাসক আয়োজিত ইফতারের পূর্বে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মাত মোস্তারী কাদেরী, এনডিসি মো: রোকনুজ্জামান,
এডিএম মো: সাইদুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি,
জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো: আনিছুর রহমান, সরকারী শিশু সদন বালিকার উপ- তত্বাবধায়ক ফাতেমা তুজ জোহরা।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম।
আলোচনা সভা পরিচালনা করেন সমাজ সেবা কার্যালয়ের ডিডি মো: শাহ আলম।
ইফতারের পূর্বে অতিথিবৃন্দরা ৭৭ জন এতিম বালিকাদের মাঝে জাকাতের ৫০০ টাকা করে দান করেন ও আগামী শুক্রবার এতিমখানা বালকের প্রতিটি সদস্যের মাঝে একই পরিমান জাকাতের অর্থ বিতরণ করবেন বলে জানান।