প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ টি বাইপ্যাপ দিয়েছে ওয়ালটন গ্রুপ।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১ টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির মাধ্যমে এ গুলো হস্তান্তর করা হয়।
এর আগে ৬ জুলাই টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভীকে হাসপাতালের চিকিৎসা সামগ্রী সংকটের বিষয়টি অবগত করেন।
এসময় ওয়ালটন চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী সহযোগিতা করার আশ্বাস দেন।
বাইপ্যাপ বিতরণকালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব, ওয়ালটনের জ্যেষ্ঠ উপপরিচালক অনুপ কুমার সাহা প্রমুখ।