প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের ন্যায় টাঙ্গাইলে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সোমবার দুপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।
কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক জানান নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষার প্রশ্নপত্রের মান নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান।
সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবার মেজর জেনারেল মাহমুদুল হাসান ও শাহীন কলেজের মোট ৫২০জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।