জাহাঙ্গীর আলম : টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে আগামী ১৬ নভেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সন্মেলন সফল করার বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
সভায় সকল কাউন্সিলর ও ডেলিগেটদের যথা সময়ে উপস্তিত কামনা করে বক্তারা সন্মেলন সফল করার প্রতিশ্রুতিব্যক্ত করেন সভাটি সঞ্জালনা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
এসময় উপস্তিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, মোঃ আব্দুল মোমেন, শাহীনুর রহমান শাহীন, অধ্যাপক শহীদুজ্জামান, জহির মোস্তফা মন্নু, যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ,
দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, গনযোগাযোগ বিষয়ক সম্পাদক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, মুক্তিযোদ্দা বিষয়ক সম্পাদক আবু সাইদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ,
ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু তাহের, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা আরজিনা সোহেল, ঘাটাইল স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, শহর স্বোচ্ছসেবক লীগ নেতা সোহানুর রহমান সোহান, শিশির দাস সহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।