প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের আলোচনা সভা শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রিয় কমিটির নির্বাচন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের মহা সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ডা: খন্দকার ইমদালুল হক সেলিম।
জেলা বিডিএম এ সভাপতি ডা. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিডিএম এর সিনিয়র সভাপতি ডা: সুলতান মাহমুদ,
টাঙ্গাইল জেলা বিডিএম এর সাবেক সভাপতি ডা: সাইজুজামান তালুকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম।