প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ড্রীম টাচ এসোসিয়শনের উদ্যেগে বার্ষিক পরিকল্পনা ও শেয়ার হোল্ডারদের মিলনমেলা অনুষ্ঠিত হয় । শুক্রবার (২৮ আগস্ট) টাঙ্গাইল পেীরসভা মিলনায়াতনে সকাল সাড়ে নয়টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মাসুদ রানার সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ড্রীম টাচ এসোসিয়শনের ব্যবস্থপনা পরিচালক মো: আরিফুর রহমান ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৈীরসভার মেয়র ও. টাঙ্গাল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:আলহাজ্ব জামিলুর রহমান মিরন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৈীরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলন মো: আব্দুর রাজ্জাক , নির্বাহী পরিচালক ড্রীম টাচ এসোসিয়েশনের মো:শহীদুল ইসলাম,পরিচালক ড্রীম টাচ এসোসিয়েশনের সোহেল রানা, পরিচালক ড্রীম টাচ এসোসিয়েশনের মো:আতিকুর রহমান , পরিচালক ড্রীম টাচ এসোসিয়েশনের মো:শরিফুল ইসলাম , দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো: শামীম আল মামুন, আরও উপস্থিত ছিলেন ড্রীম টাচ এসোসিয়শনের সকল শেয়ার হোল্ডার বৃন্দ । অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন ড্রীম টাচ এসোসিয়শনের সকল পরিচালক ও শেয়ার শেয়ার হোল্ডার বৃন্দ ।
অনুষ্ঠানে অতিথিদের ড্রীম টাচ এসোসিয়শনের ক্রেষ্ট দেওয়া হয় ।
সৌজন্যে ছিলেন ড্রীমটাচ সেবা কার্ড , ড্রীমটাচ ফাষ্টফুট, ড্রীমটাচ সুপার সপ ও ড্রীমটাচ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: ।