প্রতিদিন প্রতিবেদক: স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)’র আওতায় সুশীলন এনজিও’র সহযোগীতায় টাঙ্গাইল পৌরসভার নেতৃবৃন্দের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন এসএসকে প্রকল্প সুশীলন টাঙ্গাইলের টিম লিডার আবু হাসান ও আইসিই ফিল্ড কো-অর্ডিনেটর শামীমা ইয়াসমিন এবং টাঙ্গাইল পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
কর্মশালায় এসএসকে প্রকল্প এর আওতায় কার্ডধারীরা কিভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পেতে পারবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করা হয় এবং কর্মসূচির ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতিটি পৌরসভায় দুইটি ছবি নাটক, তিনটি উঠান বৈঠক ও একটি স্কুলে সেমিনার হবে বলে জানায়।