ইমরুল হাসান বাবু: টাঙ্গাইলে করোনায় কমর্হীন অসহায় দুস্থদের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছে সদর দলিল লেখক কল্যান সমিতির সাধারন সম্পাদক ও ৩ নং ওয়ার্ড আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনা।
শুক্রবার (২৪ এপ্রিল) দিনবাপী পৌরসভার ৩নং ওয়ার্ডে ২’শ অসহায় হত দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে বাড়ী-বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।এলাকাবাসী বলেন, করোনায় কর্মহীনদের মাঝে এগিয়ে এসে এবং সর্বদাই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন হুমায়ুন রশিদ আকন্দ সোনা।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে হুমায়ুন রশিদ সোনা নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে ১৬’শ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।