প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভাকে দূবৃত্তায়নের কবল থেকে মুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন দির্ঘ দিন ধরে প্রথম শ্রেণীর টাঙ্গাইল পৌরসভা দূবৃত্তায়নের কবলে পড়েছে। পৌরবাসী সেবা পেতে পৌরসভার গেলে অনেকেই অসম্মানিত হয়ে ফিরে আসেন। যা খুবই দুঃখজনক।
টাঙ্গাইল পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর বলেন, অন্যদল থেকে এসে কতিপয় সুবিধাবাদী লোক আওয়ামীলীগে ঢুকে দলের ক্ষতি করছে আর নিজেরা লাভবান হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী এবার দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ণ করার উদ্যোগ নিয়েছেন। সে কারনে আমি মেয়র প্রার্থী হয়েছি।
একই সাথে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত উল্লেখ করে বলেন, নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করছি।
মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। করোনার মহামারিতে পৌরসভার ১৮টি ওয়ার্ডে অভাবী মানুষের মাঝে সহযোগিতা করেছি। আগামীতে আমি মেয়র নির্বাচিত হতে পারলে টাঙ্গাইল পৌরসভাবে দুর্নীতি, সন্ত্রাস, দখলমুক্ত রাখতে কাজ করবো। পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, আমার উদ্যম, আওয়ামী লীগের চেতনা ধারণ করায় দলের বয়োজ্যেষ্ঠ নেতারা শ্নেহ করতেন। তাদের আস্থাভাজন হওয়ায় ছাত্রলীগের নেতা থেকে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছি।
১৯৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত এ পদেও দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রাম করতে হযেছে। আর এজন্য নির্যাতন, জেল-জুলুম ও করাভোগ করতেও হয়েছে।
দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া আমার মধ্যে সততা, নিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। ফলে আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও তিনি জানান।