প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ আগামী ১৩ মার্চ শনিবার সকাল ১০টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করবেন টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ।
গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরাসরি খেলায় অংশগ্রহণ করবেন গোপালপুর-ভুঞাপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ মল্লিক।
এ খেলায় টাঙ্গাইল প্রেসক্লাবের ১৫ জন সংবাদকর্মী খেলোয়াড় ও গোপালপুর-ভূঞাপুরে প্রেসক্লাবের ১৫ জন সংবাদকর্মী খেলোয়াড় অংশগ্রহণ করবে।