প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পবের্ শেষ খেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেষ গ্রুপে অংশ গ্রহণ করেন সদরের বাবলা স্পোটর্স বনাম বাসাইল বুলস।
টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর আয়োজনে খেলায় সদরের বাবলা স্পোটর্স ১০৭ রানে জয়লাভ করেন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ৫০ ওভারের খেলায় চসের্ জিতে সদরের বাবলা স্পোটর্স দল ৪৮ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২৪২ রান করেন। এ দলের পক্ষে অপরাজিত থেকে ৬১ রান করেন রিফাত।
জবাবে বাসাইল বুলস দল ৩৩ ওভার শেষে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেন। এ দলের পক্ষে সবোচ্চ ৪০ রান করেন হাসিব।
এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সদরের বাবলা স্পোটর্স-এর খেলোয়ার তানিম। তিনি ১০ ওভার বলিং করে ২৩ রান দিয়ে দুইটি ম্যাডেন এবং ৬ উইকেট সংগ্রহ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রিড়া রিপোর্টার মোজাম্মেল হোসেন ও সাবেক ক্রিকেটার দিপাজ্জল রবিন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট কোচ মোঃ ইসলাম খান এবং সহকারী কোচ রিপন সরকার।
খেলা পরিচালনা করেন শুভ ও কৌশিক রায়হান।
শনিবার (১৯ অক্টোবর) সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।এতে অংশ গ্রহণ করবেন ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও সদরের পেস ক্রিকেট একাডেমী।
ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্ট খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।
প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।