প্রতিদিন প্রতিবেদক সখিপুর : টাঙ্গাইল বনবিভাগ গত দুইদিন টহলে ডিউটিরত অবস্থায় সখিপুর নলুয়া ও কালিহাতি ইছামারি এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন ১৪-৭১১৪) ও একটি পিকআপ (ঢাকা মেট্রো ম ১১-৮০২৮) ভর্তি চোরাই গামারী, আকাশমনি, মেহগনি চিড়াই কাঠ জব্দ করেছে।
জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫লাখ টাকা।
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা অফিসের রেঞ্জ অফিসার মো.এমরান আলী জানান, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড.জহিরুল হক এর নির্দেশনায় সঙ্গীয় স্টাফদের নিয়ে টহল ডিউটিরত অবস্থায় চোরাই চিড়াই কাঠ ভর্তি দুইটি গাড়ী জব্দ করি।
জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫লাখ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।