প্রতিদিন প্রতিবেদক : দুনিয়ার মজদুর একহও শ্লোগান নিয়ে ৮ দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে উপর অবরোদ সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করেন।পরে তাদের দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি জয়নাল মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জুলমত আলী,
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, এবং শ্রমিক ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করতে হবে, সম্পুরক শুল্ক কমিয়ে ভারতের ন্যায় প্রতি হাজারে ১৪ টাকা করতে হবে, কমদামী ও বেশি দামি সিগারেটের সম্পুরক শুল্ক বৃদ্ধি করতে হবে ও বিড়ির উপর আরপিত অগ্রিম আয়কর বাতিল করতে হবেসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।