প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শতাধিক ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের উদ্যোগে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
শহরের আমঘাট রোডে ইজি বাইক- অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আওয়াল মিয়া, রাশেদ খান মেনন ও দিঘুলীয়া সাঁকরাইল ইজিবাইক মালিক-চালক সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ লিমনসহ অন্যান্যরা।