প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ইনডোর গেমসের পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম ও বিজনেস স্টাডিস অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ব্যডমিন্টন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস ও ইন্টারন্যাশনাল ব্রীজ ইভেন্ট সমূহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
গেমসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।