প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসাসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হবে।
মোট ১৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন ২৮ জন প্রার্থী।
১২ মে (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে
বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ চলবে।
বিনা প্রতিদ্বন্ধিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে এম.এ আজাদ সোবহানী আল ভাসানী এবং মহিলা সম্পাদক পদে সোনিয়া পারভীন নির্বাচিত।
সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম (মজনু) ও মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ২ টি পদে প্রতিদ্বন্ধিতা করবেন মুহাম্মদ ইপিয়ার হোসেন,
মোহাম্মদ আব্দুল মোতালেব, মুহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম মিঞা, সত্য সাহা ও ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সাধারন সম্পাদক সাদৎ-আল-হারুন,
মোঃ আবুল কালাম আজাদ ও ড. ইকবাল বাহার (বিদ্যুৎ), সহঃ সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন দেওয়ান আলম সরোয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম (মির্জা) ও এস.এম সেলিম মিয়া,
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন মোহাম্মদ আবুল হোসেন ও মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছাদিকুল হক ও মোহাম্মদ মিজানুর রহমান,
ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন আতিকুর রহমান খান, মোহাম্মদ জামিল খান ও মোঃ মেহের আলী এবং সদস্য ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন মুহাম্মদ নাজমুল ইসলাম,
মোহাম্মদ নজরুল ইসলাম (মুক্তা), মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ আব্দুর রফিক, মোঃ শফিউল্লাহ, কাজী শহীদুল ইসলাম ও মোঃ সামছুল আলম (শিবলী)।
প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন সোমবার পর্যন্ত সাধারন সম্পাদক পদে আল আমিন সিদ্দিকী এবং সদস্য মোহাম্মদ হাসনাত রশীদ খান প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ গোলাম মওলা এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৪ জন।