প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : বিশ্বের বিভিন্ন দেশের গণিত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সংস্থা ‘সিম্পা রিসার্চ স্কুল’ এর গণিত বিশেষজ্ঞ প্রতিনিধি দল (ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের) রোববার (১৬ জুন) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ পরিদর্শন ও গণিত বিষয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
সভাপতিত্ব করেন সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ মোকাদ্দেছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘সিম্পা রিসার্চ স্কুল’ এর প্রতিনিধি ফ্রান্সের ইউনিভার্সিটি এক্স মার্সেল এর প্রফেসর নিকোলাস বেডারাইড,
ব্রাজিলের ইউনিভার্সিড ফেডারেল Fluminense এর প্রফেসর ড. ইসাবেল রিওস, অস্ট্রেলিয়া ভিয়েনা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. সিলেভেন মুসসেট,
ফ্রান্সের ইউনিভার্সিটি ডি নউভেলেল ক্যালডনি এর প্রফেসর ড. রেনুদ লিপলাইদুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
আলোচনা শেষে প্রতিনিধি দল মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য ‘সিম্পা রিসার্চ স্কুল’ এর উদ্যোগে বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে গণিত বিষয়ে গবেষণার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গণিত গবেষণার উন্নয়ন এবং বাস্তব ক্ষেত্রে গণিতের বিস্তার লাভ করবে।