প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যা আলহাজ্ব ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলা শিক্ষক সমিতি।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক সমিতির সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,
জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী।
সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সাবেক সভাপতি গোলাম রব্বানী।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমিতির অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।