সংবাদ শিরোনাম:

টাঙ্গাইল সখীপুরে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুরে দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী চার চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন আহমেদ, নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম এবং একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর সরকার হিরু।

এই দু’টিসহ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme