অপরাধটাঙ্গাইল সদরসর্বশেষস্লাইডার

টাঙ্গাইল সদরে ওরস মেলার নামে প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইন্যা ইউনিয়নে ২নং ওয়ার্ডে এর বিলবাথুয়া জানি এলাকায় কাশেম পাগল চাঁন এর মাজারে চলছে ৫৯তম ওরস। এ ওরসের নামে প্রকাশ্য চলছে মাদক সেবন ও বেচাকেনা। গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া আঠারো দিনের এই ওরস আর ২/৩ দিন চলবে। এই মাজারকে কেন্দ্র করে প্রতিবছর অগ্রহায়ন মাসের শেষের দিকে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

ওরসে প্রতিদিন পাগলের ভক্তরা গাঁজার আসর বসিয়ে গাঁজা সেবন ও বিক্রি করছেন। মাদক সেবনে জোগ দিচ্ছেন জেলার বিভিন্নস্থান থেকে আসা তরুণ শিক্ষার্থী ও যুবকরা। তারা মনে করেন ওরস মেলায় এসেছেন আর গাঁজা খাবো না তা কি করে হয়? সব মিলিয়ে এ যেনো ওরসের নামে মাদকসেবীদের মহামিলন মেলা।

তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এসব মাদক সেবন ও বেচাকেনা বিষয় জেনেও নিরব আছেন বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিকেরা।

মেলাকে কেন্দ্র করেই মাজারের আশপাশে বসে বিভিন্ন দোকান। এসব দোকানে প্রকাশ্যে মেলায় আসা ভক্তদের কাছে বিক্রি হচ্ছে গাঁজা। এবারও মেলায় শতাধিক গাঁজার দোকান বসেছে।

সোমবার (৩০ ডিসেম্বর ) রাতে সরেজমিনে মাজার এলাকা ঘুরে দেখা যায়, মেলায় মাদকসেবীরা মাজারের পাশ্বে খোলা মাঠে শতাধিক মাদক বিক্রি ও সেবনের আস্তানা গেরে বসেছে। প্রকাশ্যে দাঁড়ি পাল্লায় মেপে বিক্রিও হচ্ছে গাজা। ১৮ দিনের এ মেলায় বসা শতাধিক দোকানের প্রতিটি দোকান থেকে দৈনিক ১শ-৩শ টাকা পর্যন্ত নেয়া হয়।

আর প্রতিদিন বিকেল থেকেই জমতে থাকে এইসব মাদকের দোকান। চলে সারারাত। মেলা প্রাঙ্গণ যেন নেশার স্বর্গরাজ্য ও নিরাপদ স্থান। দলে দলে আস্তানায় চলছে মাদক সেবন। মেলা প্রাঙ্গণের বাতাসে বইছে গাঁজার গন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, এই মেলার জন্য এই এলাকার মানুষ অতিষ্ঠ। কিছু প্রভাবশালী মানুষ মেলার নামে গাঁজার জমজমাট ব্যবসা করছে। ওরসের নাম নিয়ে এখানে মাদক ব্যবসা করে টাকা কামানোয় তাদের আসল উদ্দেশ্য।

এসব বিষয়ে মাজারে মেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শামীম বলেন, মাজার এভাবেই চলে। পূর্বেও এভাবেই চলছে। এবারও তাই চলছে। পাগলের ওরসে গাঁজা চলেই। আমরা ডিসি অফিসে একটি চিঠি দিয়েছিলাম। পরে সদর থানায় থেকে ওরস ও মেলা পরিদর্শন করে গিয়ে তারা আমাদের অনুমতি দিয়েছে। ওনাদের সম্মতি নিয়েই চলতাছে।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওরসে মাদক চলে জানতাম না। আপনাদের মাধ্যমে জানলাম । দ্রুত সময়ের মধ্যে পুলিশের অভিযান চালানো হবে।

Mostak Hossain

আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।