মোঃ সোহেল রানা : টাঙ্গাইল সদরে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলন অনুষ্ঠানের প্রস্তুতি সভা, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে টাঙ্গাইল সদরের আগবিক্রমহাটির মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসিফুল ইসলাম আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম মাসুম, আগবিক্রমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সপন চন্দ্র দাস, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়েন উদ্দিন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো -অপ্ট সদস্য তপন চন্দ্র দাস, অভিভাবক ও শিক্ষক কমিটির সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“মোদের গরব মোদের আশা এই আমাদের পাঠশালা, এসো বন্ধু মিলিত হই প্রানোচ্ছুল উৎসবে ” স্লোগানে বিদ্যালয়ের ১৯৯৩ হতে ২০২৪ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান ও ২৫ বছর পূর্তিতে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় আসিফুল ইসলাম আসিফকে আহবায়ক করে ১৯৯৩ থেকে ২০২৪ পর্যন্ত সকল ব্যাচ থেকে ৫ জন করে কমিটির অন্তর্ভুক্ত করে পূর্ণমিলনী বাস্তবায়ন জন্য একটি কমিটি গঠন করা হয়। পরে, ২০২৪ সালের এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম লিটন।