সংবাদ শিরোনাম:
নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর থানার গত ফেব্রুয়ারী মাসে এসআই শ্রী রামকৃষ্ণ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করছেন । 

তিনি টাঙ্গাইল সদর থানায় গত ফেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ হয়ে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।

এসআই শ্রী রামকৃষ্ণ নেত্রকোনা জেলার মোহনগজ্ঞ উপজেলার কৃতি সন্তান।

গত সোমবার (১৯ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।  

টাঙ্গাইল সদর থানার এসআই শ্রী রামকৃষ্ণ কে  অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে। তিনি গত ফেব্রুয়ারী মাসে ১১ জন নিখোজ ভিকটিম উদ্বার , ৬ টি জি আর ওয়ারেন্ট নিস্পত্তি ,এছাড়া বিভিন্ন মামলার আসামী ৯ জনকে গ্রেফতার এবং ইয়াবা ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করে।

তার এই  অনন্য সাফল্যে সদর থানার অফিসার ইনচার্জ, সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিসিক্ত করছেন। 

জেলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme