সংবাদ শিরোনাম:
স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল
টাঙ্গাইল সদর সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইল সদর সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সদর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অজুহাতে প্রকাশ্যেই সাব-রেজিস্ট্রারের নাম ভাঙ্গিয়ে চলছে অর্থ আদায়ের মহোৎসব।

টাঙ্গাইল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। দলিল গ্রহীতাদের অভিযোগ, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইচ্ছামত টাকা হাতিয়ে নিচ্ছেন সাব রেজিস্ট্রারের সহকারী রিনা আক্তার। এতে সাধারণ মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। একদিকে জমির শ্রেণী পরিবর্তন করে দলিল করাতে সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ফলে সরকারের উন্নয়ন খাত ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় অফিস সহকারী রিনা আক্তার অফিসের কর্তা হিসেবে সব কর্মকান্ড পরিচালনা করছেন। তার বিরুদ্ধে কোনো দলিল লেখক কথা বললে কোনো অজুহাতে তার দলিল রেজিস্ট্রি হয় না। অফিস সহকারীর এ দাপটের কারণে অতিষ্ঠ দলিল লেখকরা। অন্যদিকে টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার না থাকায় এখানে খন্ডকালীন সাবরেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা ও বিক্রেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, দলিল করতে সহকারী রিনা আক্তারকে দলিল ইস্টিমেট বাবদ ও সরকারের ফি ছাড়াও সেরেস্তা খরচ বাবদ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে গ্রাহকরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে আমরাও হচ্ছি হয়রানীর শিকার।

এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তার বলেন, সেরেস্তায় আমার কিছু খরচ হয়। এ বিষয়ে সদর উপজেলার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ জহুরুল হক বলেন, অতিরিক্ত টাকার নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840