প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল স্পোর্টস একাডেমির আয়োজনে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগাঁহ্ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে কল্পনা বহুমুখি বনাম বেষ্ট ইলেভেন অফ টাঙ্গাইল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, টাঙ্গাইল জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদ সভাপতি ফারুক হোসেন মানিক, সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
খেলায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন জেলা ক্রিকেট কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির পরিচালক মো.আরাফাত রহমান এবং টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো.শামীম আল-মামুন।