প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহস্পতিবার “টাঙ্গাইল ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (টি,আই,এস,টি)” কলেজে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল তুষার কান্তি চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর হাসান খান রুবেল।
বিশেষ অতিথি ছিলেন, টি আই এস টি এর লেকচারার আবু রশিদ মিয়া, আবু রায়হান, নিরাপদ চিকিৎসা চাই এর সাংগঠনিক সম্পাদক সুদেব সূত্রধর, জুবায়ের মাসূম খান। অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন- জারিন ইসলাম ও ইমন লাফি।
এসময় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর শিপলু শিকদার, জারিন ইসলাম, কবিরুল ইসলাম, রাকিব হাসান, সোহেল আহমেদ প্রমুখ।