প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল হানাদারমুক্ত ও মহান বিজয় দিবসের একাদশ দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও পৌর সভার যৌথ উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার ও কলাম লেখক ড. অজয় দাশগুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপরাজিতা হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌর সভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব পৌর সভার মেয়র সিরাজুল হক আলমগীর।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু।
আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।