প্রতিদিন প্রতিবেদকঃ কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও তার পরিবারের রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২০ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা ছাত্র দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও শহরের আকুর টাকুর পাড়া এলাকায় জেলা যুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহহেল কাফী সাহেদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, খন্দকার আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান টিটন, সৈয়দ হাবিবুর আলম সাথিল, মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেনে মালা, তানভীর হোসেন সজল,
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নরুল ইসলাম, সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম সুমন, মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক দুর্জয় হোড় শুভ, প্রচার সম্পাদক রবিউল মিয়া, ক্রীড়া সম্পাদক রাশেদ খান সোগাহ, স্কুল বিষয়ক সম্পাদক মীর সাজেদুর রহমান সজিব, সাহিত্য সম্পাদক মনছুর খান দোলন, পাঠাগার সম্পাদক তানভীর হোসেন শাহিসসহ জেলা ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও তার পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।