প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দুই মাইক্রোবাসে মধ্যে সংর্ঘষ হয়। এতে একটি মাইক্রোবাসে আগুন লেগে যায়। এ ঘটনায় দুই মাইক্রোবাসের চালকসহ ৫ জন আহত হয়েছে। ঈদের দিন টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাসের ধরুন নামকস্থানে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ হতে যাত্রীবাহী মাইক্রোবাস (কুমিল্লা-চ-১১-০০৬৫) ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ধরুন নামকস্থানে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৫৯৪০) সজোরে ধাক্কা দিলে পিছনের মাইক্রোবাসে আগুন ধরে যায়।
এতে দাঁড়ানো মাইক্রোবাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেস্টায় মাইক্রোবাস এর আগুন নিয়ত্রন আনে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, দুটি মাইক্রোবাসের ধাক্কা লেগে এ আগুনের সূত্রপাত ঘটে।এ ঘটনায় পাচ জন আহত হয়েছে তাদেরকে উদ্দার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোঃ আক্তার হোসেন (৪০) নামের চালক নিহত হয়েছে।
এ ঘটনায় হেলাপার আহত হয়েছে । মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে।
এছাড়াও, বুধবার (১৫জুলাই ) সকাল ৮টায় উপজেলার পলিশা গ্রামের ভূঞাপুর-তারাকান্দি সড়কে এই মোটর সাইকেল দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী উপজেলার পৌর এলাকার টেপিবাড়ী গ্রামের সিকান্দার হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৫৫)।
সে পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ছেলে আহত মিয়াত হোসেন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
এরআগে ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে ওয়ালিফা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ালিফা বগুড়ার সোনাতলা উপজেলার দিগলকান্দী গ্রামের হাসেন আলীর মেয়ে। তবে এখনো নিখোঁজ রয়েছে মা রত্না ও ছেলে রবিউল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ভূঞাপুর থানা পুলিশের সহযোগীতায় শনিবার সকালে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেন তারা। টানা ২ ঘন্টা অভিযান চালানোর পর নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুইজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলার কাছে গিয়ে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজন নিখোঁজ থাকেন।
এরপূর্বে ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই ঘটনায় আরো ৩ জন নিখোঁজ।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন থাকায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ জেলার বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়।
রাস্তায় যানবাহন না পেয়ে তারা বিভিন্নভাবে ভেঙে-ভেঙে টাঙ্গাইল সীমান্তে যমুনা নদী পর্যন্ত আসে। যানবাহন না থাকায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে পার হতে ব্যর্থ হয়ে তারা নৌকাযোগে রওনা হয়। মাঝ নদীতে নৌ পুলিশ টহল দেখে যাত্রীবাহী নৌকাটি অন্যদিক দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে।
নৌকাটি সেতুর ১৪নং পিলারের কাছাকাছি আসলে আকস্মিকভাবে দমকা বাতাসে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নৌকায় থাকা ১৪ যাত্রীর মধ্যে ১১জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ৩ জন যাত্রী এখনও নিখোঁজ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলারের কাছে হঠাৎ ঝড়ো বাতাসে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।
এখনও ৩ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা গ্রামের বাড়ি চলে যায়।তাদের সবার গ্রামের বাড়ি বগুড়ার বিভিন্ন উপজেলায়। তবে নিখোঁজ তিনজনের ব্যাপারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও ভূঞাপুরে লিজা আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি গ্রামের আব্দুল লতিফের মেয়ে। গত বছরের সেপ্টেম্বর মাসে পাশের গ্রাম মাদারিয়ার শমসের আলীর ছেলে শাহ আলম (৩১) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে শাহআলম ঠিক মত আয় রোজগার করতোনা ,বিদায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১ টায় তার থাকার ঘরে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে ফোন দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী শামসুল আলম জানান, তাদের স্বামী-স্ত্রীতে মাঝে মধ্যে ঝগড়া হতো। আমরা জানতে পারি হঠাৎ করে সে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে বিছানায় ওর লাশ দেখতে পাই। তার গায়ের ওড়না তার পায়ের উপর ছিল। আমরা এসে ওর স্বামীকে খুঁজে পাইনি।
ঢেপাকান্দি গ্রামের কামাল হাসান জানান, শাহ আলম ওইদিন সকালে তার শ্বশুরবাড়ির গ্রামে এক মুদির দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্য এক ক্রেতার সাথে বাক-বিতন্ডে জড়িয়ে পড়ে। পরে সে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে গিয়ে তার এলাকার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ ফিরে আসে। খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন বাঁধা দেয় ও তাকে বাড়িতে ফিরে পাঠায়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি লিজা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা গিয়ে শাহ আলমকে কোথাও খুঁজে পাইনি।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম বলেন, দুপুরে ফোন পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হই। সেখানে নিহত লিজা আক্তার কে বিছানায় পড়ে থাকতে অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর বলতে পারব।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম তালুকদার দুদু বলেন, দুপুরে আমি ঘটনাটি জানতে পেরেছি। কিন্তু তার স্বামীকে পাওয়া যায়নি। নিহত লিজার বাবা এটি আত্মহত্যা নয় খুন বলে দাবি জানিয়েছে।