সংবাদ শিরোনাম:

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনষ্টেবল টাঙ্গাইল ডিবি’র আব্দুর রাজ্জাক

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ডিবি (উত্তর) কনষ্টেবল আব্দুর রাজ্জাক ঢাকা রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ কনষ্টেবল নির্বাচিত হয়েছেন।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে রোববার (২৬ জানুয়ারী) সকালে ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে টাঙ্গাইল ডিবি (উত্তর) কনষ্টেবল আব্দুর রাজ্জাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কনষ্টেবল নির্বাচিত পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান।
সভা পরিচালনা করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) ও রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ।

সভায় গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি। একই সাথে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অপরাধ পর্যালোচনা সভা শেষে ঢাকা রেঞ্জের ভূতপূর্ব অতিরিক্ত পুরস্কার দেয়া হয়। এসময় টাঙ্গাইল ডিবি (উত্তর)-এর শ্রেষ্ঠ কনষ্টেবল হিসেবে আব্দুর রাজ্জাকে নির্বাচিত করে পুরস্কার দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme