প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুরের ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন।তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জন নিহত হয়। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করছেন তিনি। মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত পরিবহণগুলো উদ্ধার অভিযান শেষ হয়েছে।