সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :সার্কেল পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের তিন মাসেই জেলায় দুই বার শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম। 

তিনি টাঙ্গাইলের মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় বিগত তিন মাস যাবৎ দায়িত্ব পালন কালে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।

মোঃ আরিফুল ইসলাম বরিশাল জেলার কৃতি সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে।

পরবর্তীতে ৩৭তম বিসিএস ২০১৯ সালে প্রথম কর্মজীবন শুরু এবং সারদা পুলিশ একাডেমি থেকে বেসিক ট্রেনিং শেষে ২০২১ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলে মোঃ আরিফুর ইসলাম ১৭ ডিসেম্বর ২০২৪ সাল থেকে কর্মরত আছেন।

গত সোমবার (১৯ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।  

মধুপুর সার্কেলাধীন মধুপুর ও ধনবাড়ী থানায় কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম’কে  অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে। 

তার এই  অনন্য সাফল্যে সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিসিক্ত করছেন। 

জেলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme