প্রতিদিন প্রতিবেদক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও প্রান ফিরে পেতে শুরু করেছে টাঙ্গাইলের ক্রিড়াঙ্গন। প্রায় ৬মাস পর অনুশীলে মাঠে নামছে ক্রিকেট খেলোয়ারা। থেমে নেই ফুটবল সহ অন্যান্য খেলোয়ার।
প্রাণসঞ্চাল ফিরে পেতে শুরু করেছে টাঙ্গাইল স্টেডিয়াম। বিভিন্ন বয়সের যুবক-যুবতীরা পেছনের দিকে না তাকিয়ে পূবের্র ন্যায় ক্রমশ মনোযোগি হচ্ছে খেলার প্রতি।
ক্রিড়াঙ্গন কর্মকর্তারা অলসতা কাটিয়ে আবার খেলোয়ারদের পাশে দাঁড়াতে শুরু করেছে। প্রস্তুতি নিচ্ছেন জেলার খেলোয়ারদের উদ্বৃদ্ধ করে মাঠে ফিরিয়ে আনার।
করোনা পরিস্থিতিতে স্বপ্নের শিরি ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে। তবে আবারও ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছেন খেলোয়াড়রা।
চলতি বছরের মার্চ থেকে করোনা পরিস্থিতির কারনে টাঙ্গাইল স্টেডিয়ামের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছিলো।
এসময় যেসব ক্রিকেট খেলোয়ারের বিভিন্ন দেশে ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছিলো তারা পারেনি স্বপ্ন পূরণ করতে।এখন নতুন ভাবে টাগের্ট নিয়ে নিজেকে তৈরী করার চেষ্টা করছে ।
করোনা সময়ে অনেকে নিজ বাড়িতে অনুশিলনের চেষ্টা করেছিলো কিন্তু খোলা স্থানে অনুশিলন আর প্রশিক্ষকের অভাবে শারিরিক ফিটনেস অনেকটা্ই হারিয়ে ফেলেছে।
দীর্ঘ দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশ ক্রমে বুধবার খেকে আবারও মাঠে অনুশীলনে নেমেছেন উঠতি বয়সের ক্রিকেট খেলোয়ার।
নানা সমস্যা কাটিয়ে আবারও স্বপ্নের শিরিতে উঠতে চায় এসব ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়োজিত টাঙ্গাইলের ক্রিকেট কোচ আরাফাত হোসেন জানান, করোনা পরিস্থিতির কারনে খেলোয়ারদের অপূরনীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরন করতে অনেক কষ্ট করতে হবে। টাঙ্গাইল স্টেডিয়ামে ৪টি গ্রুপে প্রায় ৩শতাধিক ক্রিকেটার অনুশিলন করে । বেশিরভাগ ক্রিকেটার এখন পর্যন্ত অনুশিলনে যোগ দেয়নি।