প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশােকালীন মাতৃত্ব রোধ করি এই প্রতিপাদ্য সামনে রেখে দেল দুয়ারে আগামী ৭ – ১২ -ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন লক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা কার্যলয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস,এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যন দেওয়ান তাহমিনা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত রশীদ, ডা: মো:মজনু মিয়া।