প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেছেন দেলদুয়ার উপজেলা প্রশাসন। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেলদুয়ার,বাথুলী, এলাসিন, নাল্লাপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ও বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়।
প্রচার কার্যক্রম শেষে এলাসিন ইউনিয়নে হোমকোয়ারেন্টিন থাকা বিদেশ ফেরত ব্যাক্তিদের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।